নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি’র ড. জোহা দিবস পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি’র ড. জোহা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) উদ্যোগে শহীদ ড. শামসুজ্জোহা দিবস পালন করা হয়েছে।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষায় যে আত্মত্যাগ করেছেন তার স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে শুক্রবার সকাল ৯টায় শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারিবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট, প্রক্টর ড. আজিবার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

পরে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ঊনসত্তুরের গণঅভ্যুত্থানকালে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন রিডার ড. সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানী সৈন্যদের গুলিতে নিহত হন। তাই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হয়। তিনিই দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে