রাজশাহীতে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাই আহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাই আহত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ভাইসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনিগ্রাম বাজারের পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে মনিগ্রাম বাজারের শেষ মাথায় পৌঁছলে আলম হোসেনের ছেলে আলী হোসেন ও তার দুই বন্ধু তাকে ইভটিজিং করে।

মেয়েটি এর প্রতিবাদ করলে তার হাত ধরে টানাহেঁচড়া করে বখাটেরা। এ সময় ওই ছাত্রী তার ভাইকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। পরে তার ভাইসহ দুই বন্ধু ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপর চড়াও হয় বখাটেরা।

একপর্যায়ে আলী হোসেনসহ তার পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীর ভাই ও তার দুই বন্ধুকে বেদম মারপিট করে। এতে তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই স্কুলছাত্রী ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ মামলার প্রধান আসামি আলী হোসেনকে সন্ধ্যায় মনিগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে