বিশিষ্টজনদের সম্মাননা জানালো রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
বিশিষ্টজনদের সম্মাননা জানালো রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে মোট ৩৬ জনকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন। অনুষ্ঠানে তাঁদেরও সম্মাননা জানানো হয়। এরপর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি অন্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. লিয়াকত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জামাত খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ড. মুহাম্মদ শামসুল আলম (বীর প্রতীক), প্রশান্ত কুমার সাহা, রুহুল আমিন প্রামানিক, মাহমুদ হাসান সিরাজী,

আনোয়ার ইকবাল বাদল, রবিউল ইসলাম, আবুল বাশার, আবদুস সালাম, খন্দকার মো. আবুল হাসান, আবদুল আজিজ মাস্টার, আলাউদ্দিন আল আজাদ, সিরাজ উদ্দিন, জহিরুদ্দিন জসি, আবদুল মমিন কাজল, মফিজুর রহমান নবী, খন্দকার জামাল উদ্দিন জামান, মীর মো. মোরশেদ আলী, শুকুর উদ্দিন, শফিকুল আলম, আলতাফ হোসেন, আলাউদ্দিন শেখ ভুলু,

মিনহাজ উদ্দিন মিন্টু, মুস্তাফিজুর রহমান খান আলম, বজলুর রহমান, আবুল কালাম আজাদ, রফিক উদ-দৌলা ও বুলবুল রানী ঘোষকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,

স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ও আইনজীবী এন্তাজুল হক বাবুকে সম্মাননা জাননো হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার প্রমুখ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। সম্মাননা জানানোর কারণে তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে