রাজশাহী অঞ্চলে কমেছে করোনায় শনাক্ত ও মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে কমেছে করোনায় শনাক্ত ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৪১।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ৯ দশমিক ৭৩।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, গতকাল ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা কম হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮৪। গতকাল নমুনা পরীক্ষা কম হলেও আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সিরাজগঞ্জে ১৬ জন, জয়পুরহাটে ৮ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় ৪ জন করে শনাক্ত হয়েছে। এদিন নওগাঁ, নাটোর ও পাবনায় নমুনা পরীক্ষা না হওয়ায় কোনো রোগী শনাক্ত হয়নি। নতুন সংক্রমিত ৩৬ জন নিয়ে রাজশাহী বিভাগে শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৩২৪ জনে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা অনেক কম হয়েছে। গতকাল ছুটির দিন থাকায় এমনটা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে