রাজশাহী এডিসির সই জাল করে প্রতারণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২; সময়: ৪:৪২ অপরাহ্ণ |
রাজশাহী এডিসির সই জাল করে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অতিরিক্ত জেলা প্রশাসকের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতারণা করেন মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পুঠিয়া থানায় একটি মামলা করেছিলেন ২০২০ সালের নভেম্বরে।

এ মামলার আসামি জসিম উদ্দিনকে বুধবার পুঠিয়ার বাঁশবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার জেলা প্রশাসক আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যমকে জানান।

পুলিশ জানায়, ২০২০ সালের ২৫ নভেম্বর পুঠিয়ার বাঁশবাড়িয়া এলাকার জনৈক জুয়েল কৃষি জমিতে পুকুর খনন শুরু করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দিলে জুয়েল রাজশাহী জেলা প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছেন বলে দাবি করেন। জুয়েলের কাছে একটি অনুমতিপত্র পাওয়া যায়। বিষয়টি অনুসন্ধানে গিয়ে জেলা প্রশাসন দেখতে পায়, অতিরিক্তি জেলা প্রশাসকের সিল স্বাক্ষর জাল করা হয়েছে।

জুয়েল প্রশাসনকে জানান, জসিম উদ্দিন নামের এক ব্যক্তি তাকে টাকার বিনিময়ে এ সনদ এনে দিয়েছে। পরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জসিমকে আসামি করে জালিয়াতির মামলা করেন। মামলাটি সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়। সিআইডি এ মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে