২২ ফেব্রুয়ারি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
২২ ফেব্রুয়ারি থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আগামী মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সকল বিভাগে ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার শাহ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত সাড়ে ৫টা পর্যন্ত।

রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর. শাহ আযমের সভাপতিত্বে রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে সেটা বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে