গোদাগাড়ীতে রক্ষাগোলার মহান শহীদ দিবস পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে রক্ষাগোলার মহান শহীদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্তাজাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারী ) সিসিবিভিও-রাজশাহী পরিচালিত ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮ টায় প্রভাতফেরী, শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১১০ নেতাকর্মী।

এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা।

সমাবেশে বক্তারা মাতৃভাষা রক্ষার সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বাংলা ভাষা সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ ও ব্যবহার করা উচিত। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মধ্যে ভাষা সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলার পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী প্রতিটি নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ) তাদের মাতৃভাষা শিক্ষা ও ব্যবহারের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুযোগ পাক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা দাবী করেন সকল জাতির মাতৃভাষার স্বীকৃতি দেয়া হোক।

এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী মো: আরিফ, সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম, পরিবীক্ষণ ও তথ্য প্রযুক্তি কর্মকর্তা মো: শাহাবুদ্দিন শিহাব, রির্পোটিং ও ডকুমেন্টেমন অফিসার প্রদীপ মার্ডি, ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর ও শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত, সমাজ সংগঠক সুদক্ষণ টপ্প্য, ভবেশ লাকড়া, কাথারিনা হাসদা, প্রেমচাদ এক্কা, রাজকুমার বারোয়ার ও রঞ্জিত সাওরীয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে