বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : আজ অমর একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী বিশ্ববিদালয় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।

পরিষদের সভাপতি প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিন সকাল ৭ টা ২৫ মিনিটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র‌্যালিটি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন।

এসময় ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, ভাষাশহীদরা মাতৃভাষার জন্য তাঁদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে অমর করেছেন আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আমাদের মায়ের মুখের ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে।

এ জাতি সেই ঋণী কাঁধে নিয়ে অবনত মস্তকে আজ বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. মোকাররম হোসেন মন্ডলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা প্রফেসর ড. তানজিমা ইয়াসমিনসহ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকগণ, সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে