রাজশাহীতে বিনামূল্যে বই নেওয়ার ‍উৎসব

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২; সময়: ৫:০৫ অপরাহ্ণ |
রাজশাহীতে বিনামূল্যে বই নেওয়ার ‍উৎসব

নিজস্ব প্রতিবেদক : বিনামূল্যে বই দেওয়া নেয়ার উৎসবে মেতেছে রাজশাহীর সব বয়সের মানুষেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রিক গ্রুপ মাইন্ড ক্যাসেল এর স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী এ মেলার আয়োজন করে।

গ্রুপটি জানায় গেলো একমাস যাবত পুরোনো বই সংগ্রহের অভিযানে নামেতারা। এরপর প্রায় দশ হাজার বই সংগ্রহ করতেপারে তারা। পরে ২১’শে ফেব্রুয়ারী এ বইএর পসরা নিয়ে রাজশাহীর সার্কিট হাউজ রোডে শুরু হয় ফ্রি বই মেলা।

এখানে লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ যেকোন দুটি বই ফ্রি তে নিতে পেরেছেন যেকেউ।

এতে বই নিতে ঢল নামে ছোট-বড় সকলের। এর পাশাপাশি এ বই মেলায় শুধু বই নিতেই নয় লম্বা লাইনে দাঁড়িয়ে বই দান করতেও এসেন অনেকে।

আয়োজকরা জানিয়েছেন, বই পড়ার অভ্যাস বাড়াতে এই মেলা সহায়ক হবে। এছাড়াও রাজশাহীতে বড় পরিসরে কোনো বই মেলা হয়না, তাই বই মেলা আয়োজনে বড়দের প্রতি বার্তা দিতেই এই আয়োজন বলে মন্তব্য করে বইমেলার ক্ষুদে এই উদ্যোক্তারা।

প্রযুক্তির আসক্তি থেকে আগামীর প্রজন্মকে বই মুখী করতে এই পুস্তক পথ পথ দেখাবে বলে প্রত্যাশা মেলায় আগত অভিভাবকদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে