বইমেলায় সবনাজ মোস্তারী স্মৃতির লেখা ‘হিমাদ্রী’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২; সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ |
বইমেলায় সবনাজ মোস্তারী স্মৃতির লেখা ‘হিমাদ্রী’

ফাতিন ইশরাক : চলছে ভাষার মাস, চলছে বইমেলা। সারা বছর প্রকাশ হলেও প্রতি বছর বই মেলা উপলক্ষেই বইয়ের প্রকাশনাটা বেশি হয়ে থাকে। আবার অনেক লেখকের ইচ্ছা থাকে যে, বইমেলায় তার লেখা প্রকাশ হোক। এক্ষেত্রে তরুণ লেখকদের আগ্রহও অনেক বেশি। এমনই এক তরুণ লেখক রাজশাহীর বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সবনাজ মোস্তারী স্মৃতি। এবারের বই মেলায় প্রকাশ হচ্ছে স্মৃতির লেখা প্রথম উপন্যাসিকা “হিমাদ্রী”।

উপন্যাসিকা “হিমাদ্রী” বই মেলায় পাওয়া যাবে ২৫ ফেব্রুয়ারি থেকে গ্রন্থরাজ্যের ১৪৯ নং স্টলে। অর্ডার করা যাবে রকমারিতেও।

হিমাদ্রী বইটি ভৌতিক উপন্যাস। এর মধ্যে রয়েছে হাসি-কান্না, রহস্য, ভুত, প্রেম এবং ভালোবাসার মানুষকে পাবার আকুলতা।

এ বিষয়ে কথা হয় তরুণ লেখক সবনাজ মোস্তারী স্মৃতির সাথে। তিনি বলেন, আমি যখন অনলাইনে লেখালেখি শুরু করি তখন থেকেই এই নামটা ব্যবহার করতাম গল্পের চরিত্রে। কেনো যেন হিমাদ্রী নামটা আমার ভীষণ প্রিয়।

তিনি আরও বলেন, আমি হিমালয়, পর্বত ভালোবাসি। হিমাদ্রী অর্থ হিমালয় বা পর্বত। আর আমার খুব প্রিয় একটা মানুষ আমাকে হিমাদ্রী বলে ডাকত। সে জন্যই মনে মনে ভেবেছিলাম আমার প্রথম বইয়ের নাম হিমাদ্রী রাখবো। যেহেতু গল্পেই মেইন চরিত্রের নাম হিমাদ্রী তাই আর কিছু না ভেবেই হিমাদ্রী নামেই নামকরণ করেছি বইয়ের নাম।

প্রথম বই লেখার অনুভূতি জানতে চাইলে স্মৃতি বলেন, ‘আসলে অনুভূতি প্রকাশ করার মত নয়। তবুও যখন বলছেন তখন বলব নিজের নাম যখন বই এর মলাটে তখন ভালোতো লাগবেই। এই বইটা আমি আমার আব্বু আম্মু, মেজো খালা, আপু, দীপ্ত ভাইয়া, জুয়েল মামা এবং আমার প্রিয় গোলাম রাব্বানী স্যারকে উংসর্গ করেছি। এই মানুষগুলো সবসময় আমার পাশে আছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবনাজ মোস্তারী স্মৃতি বলেন, আমি লেখালেখি করতে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি করে যেতে চাই। আগামীতে নতুন কিছু করার পরিকল্পনা আছে। সামনে একটা চিঠিসমগ্র আনার চিন্তা করছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে