রাজশাহীর বাজারে গরুর মাংসে আগুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২; সময়: ১:৪৩ অপরাহ্ণ |
রাজশাহীর বাজারে গরুর মাংসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাজারে এক লাফে বেড়েছে গরুর মাংসের দাম। কেজি প্রতি ২০ টাকা বেড়ে গরুর মাংসের দাম আজ শুক্রবার ৬২০ টাকা। এতে নাভিস্বাস অবস্থা ক্রেতাদের। অন্যদিকে বেড়েছে শাক-সবজি, মাছ, তেল, চিনিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। মুগরির মাংসের দাম স্থিতিশিল থাকলেও গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকা ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র পাওয়া যায়। দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। বাড়ছে ক্রেতাদের মধ্যে ক্ষোভ।

সবজি বাজার ঘুরে জানা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ , লাউ ৫ টাকা বেড়ে ৪০ টাকা পিস, বেগুন ৩০ টাকা কিজিতে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা ও শসা কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে ৬২০ টাকা কেজি ও খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৯শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দামের কিছুটা পরিবর্তন লক্ষ করা যায়।

মাংশ বিক্রেতা সাইদুর রহমান জানায়, হাটে প্রতিটা গরুর দাম ৫-৭ হাজার টাকা বেশি দরে কিনতে হচ্ছে তাই মাংশের দামটা বেশি।

মাছের বাজারে ঘুরে দেখা যায়, বড় ইলিশ কেজিতে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ছোট ইলিশ গত সপ্তাহের মতই ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে ১শত টাকা বেশী, রুই মাছ কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা কেজি, মিরকা কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, টেংরা মাছ কেজিতে ১শত টাকা বেড়ে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও খোলা সোয়াবিন তেল কেজিতে ৫ টাকা বেড়ে ১৭৫ টাকা এবং লিটারে ৭ টাকা বেড়ে ১৬২ টাকায় বিক্রি হচ্ছে, চিনি কেজিতে ২ টাকা বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

লাল ডিম হালিতে এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকা হালি, সাদা ডিম ২ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে