মোদিকে নিয়ে শিল্পা-কপিল টুইট বিতর্ক!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
খবর > বিনোদন
মোদিকে নিয়ে শিল্পা-কপিল টুইট বিতর্ক!

পদ্মাটাইমস ডেস্ক : ভারতীয় হিন্দি স্ট্যান্ডআপ কমেডি ও টকশো ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটি মূলত শান্তিবন নন-কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কপিল শর্মা ও তার প্রতিবেশীদের নিয়ে আবর্তিত।

সম্প্রতি এ শোতে হাজির হয়েছিলেন চলচ্চিত্র অভিনত্রী শিল্পা শেট্টি। সঙ্গে ছিলেন তার ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ শোয়ের বাকি দুই সহবিচারক বাদশাহ এবং মনোজ মুনতাশির।

শোয়ের মঞ্চে থেকেই আড্ডা মারার ফাঁকে সুযোগ পেয়েই কাপিলের সঙ্গে মশকরা শুরু করেন শিল্পা। কপিলের দিকে ইশারা করে শোয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি জোরগলায় বলে ওঠেন, ‘এই মানুষটি কিন্তু সাংঘাতিক প্রতিভাবান। কী ভালো কমেডি করেন। কিন্তু এর থেকেও আরও একটি ব্যাপারে আরও পারদর্শী তিনি। আপনারা জানেন সেটি কী? টুইট।’

এ ছাড়া বছর কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি টুইট করে বিরাট বিতর্কে জড়িয়েছিলেন কপিল শর্মা। শুধু তাই নয়, গালাগালিভরা টুইট, সেই সঙ্গে রীতিমতো হুমকিও দিতে থাকেন তিনি।

তার টিম যতবার তার করা টুইট মুছে দিচ্ছিল, ততবারই তা উপেক্ষা করে টুইট করা হচ্ছিল। মূলত মদ্যপ অবস্থায় নরেন্দ্র মোদিকে ট্যাগ করে ওই টুইট করেছিলেন, সে কথাও পরে প্রকাশ্যে একাধিক স্বীকার করেছেন এই জনপ্রিয় কৌতুক-অভিনেতা।

এদিকে তাকে উদ্দেশ করে শিল্পা আরও বলেন ‘হ্যাঁ, আজকাল সেটাই লক্ষ করছি যে টুইটারে প্রায় তোমাকে দেখায় যায় না। কেন বলো তো এ রকম হচ্ছে? সব মদের দোকান তো আজকাল খোলাই থাকছে!’ শিল্পার এমন ইঙ্গিতে ততক্ষণে হাসির রোল উঠেছে দর্শকদের মধ্যে। তাতে যোগ দেন কপিল নিজেও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে