বদলগাছীতে কালভার্ট ভেঙ্গে পড়ায় দূর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
বদলগাছীতে কালভার্ট ভেঙ্গে পড়ায় দূর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার পাঁকা সড়কের কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। ভেঙ্গে যাওয়া কালভার্টটি দিয়ে দিনে-রাতে মানুষ ও যান চলাচলের সময় ঘটেছে ছোট-বড় দুর্ঘটনা ।

ভেঙ্গে পড়া স্থানে নেই কোন বিপদ সংকেত চিহ্ন। ফলে কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দূর্ঘটনার আশংকা নিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী সহ আশেপাশের সকল জনগনকে এ ভাঙ্গা কালভার্ট দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অতি দ্রুত নতুন একটি কালভার্ট নির্মাণের দাবিও জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-গনর্ধ্বপুর পাঁকা সড়কে সরকার পাড়ার বড় জামে মসজিদের সামনের কালভার্টটির মাঝের অংশটির ছাদ ভেঙ্গে বিশাল গর্ত তৈরি হয়েছে।

দূর থেকে গর্তটি অনুমান না হওয়ার ফলে রাস্তায় চলাচলের সময় অনেক অজানা মানুষ ও যানবহান প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। দূর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন গর্তের মাঝে কাঠের গুল দিয়ে রেখেছে ।

স্থানীয় সরকার পাড়ার বুলবুল, বকুল, সবুজ সহ একাধীক ব্যক্তি বলেন, ১০ থেকে ১২ দিন পূর্বে মিঠাপুর থেকে গনর্ধ্বপুরের রাস্তায় এলজিডির রাস্তার কাজে নিয়োজিত ইট বোঝাই টাক্টর প্রায় যাতায়াত করলে সরকার পাড়ার কালভার্টটি ফাটল ধরে। পরবর্তীতে স্থানীয় ইট ভাটার ইট বহনকারী ট্রাক্টর যাওয়ার সময় কালভার্টটি ফেটে দেবে যায়।

গাড়ী চালক গুলজার বলেন,কালভার্টাট ভেঙ্গে যাওয়ার ফলে এ সড়ক দিয়ে আর কোনো প্রকার যানবহান চলাচল করতে পারছে না। ২ কি.মি. পথ ঘুরে বিকল্প পথ দিয়ে যানবহান নিয়ে চলাচল করতে হচ্ছে । এ সড়ক দিয়ে ভেরেন্ডিহাট, গনর্ধ্বপুর ও জামালগঞ্জে যাতায়াতের একমাত্র সহজ রাস্তা এটি। এ সড়ক দিয়ে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন।

এ ব্যাপারে মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, গ্রামীন এলজিডির সড়কের মাঝের কালভার্টটি পুরাতন ছিল। এডিপির বরাদ্দকৃত স্বল্প অর্থের মাধ্যমে পূর্বে স্থানীয় চয়োরম্যান কাজটি করেছিল। পুরাতুন ব্রীজ হওয়াতে সেটি ভেঙে পড়েছে। এ বিষয়ে এলজিইডিকে অবগত করা হয়েছে।নতুন কালভার্ট তৈরির দাবী জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভেঙ্গে যাওয়া কালভার্টটি আমি পরিদর্শন করে এসেছি। এডিপির বিশেষ বরাদ্দে দ্রুত কালভার্টটি নতুন করে তৈরি করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে