আবারও প্রাণ ফিরেছে প্রাথমিকে

প্রকাশিত: মার্চ ২, ২০২২; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
আবারও প্রাণ ফিরেছে প্রাথমিকে

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে ফিরতে মুখিয়ে ছিল। তাদের জন্য আজ ভীষণ আনন্দের দিন। কেননা, আজ বুধবার থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হয়েছে।

ছোট ছোট আনন্দমাখা মুখগুলো প্রবেশ করতেই বিদ্যালয়গুলো যেন প্রাণ ফিরে পায়। দীর্ঘ বিরতির পর বন্ধু এবং শিক্ষকদের কাছে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত, তেমনি আনন্দিত শিক্ষকরাও। ক্লাস শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মেতে উঠেছিল খেলায়।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর আমাদের ফটোসাংবাদিক প্রবীর দাশ বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুলটির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হয়েছে দুপুর পর্যন্ত। বেশিরভাগ শিক্ষার্থীকেই দেখা যায় মাস্ক পড়ে বিদ্যালয়ে যেতে। শ্রেণীকক্ষে তাদের দূরত্ব বজায় রেখে বসতে দেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ক্লাসগুলো ২টি শিফটে ভাগ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা প্রথম শিফটে এবং বাকিরা দ্বিতীয় শিফটে তাদের ক্লাস করবে।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২০ সালের ১৭ মার্চ বন্ধ ঘোষণা করা হয় এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে পুনরায় চালু হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ২ সপ্তাহের জন্য পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে