বিবিসি নিষিদ্ধ রাশিয়ায়

প্রকাশিত: মার্চ ৪, ২০২২; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
বিবিসি নিষিদ্ধ রাশিয়ায়

পদ্মাটাইমস ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন’- বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গ্লোবালচেকের মতে, রাশিয়ায় বিবিসির প্রাপ্যতা ১৭ শতাংশে নেমেছে। গ্লোবালচেক এমন একটি প্রতিষ্ঠান যারা কমনওয়েলথ দেশগুলোতে ইন্টারনেটে বিভিন্ন নিষেধাজ্ঞা অনুসরণ করে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবাসমূহ সীমিত করা রয়েছে।

বিবিসি ছাড়াও আরও দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো- মেডুজা এবং রেডিও লিবার্টি। মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়া ভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা হলো রেডিও লিবার্টি। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচারের পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, রাশিয়ায় গুগল পে, ফেসবুকও ব্লক করা আছে।

এদিকে কিয়েভ বিমানবন্দর থেকে ৫ কিলোমিটার দূরের শহর হাতেনেও চলেছে চরম ধ্বংসযজ্ঞ। সংবাদমাধ্যম টেলিগ্রামের তথ্যমতে হামলায় শহরটির এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

একজন বলেন, আমরা কোনো রকমে বেঁচে গেছি। আমরা এখন আর নিরাপদ নই।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) ২য় দফার বৈঠক চলার সময় রাজধানী কিয়েভের পাশের শহর বুচাতেও হামলা চালানো হয়। ধ্বংস করা হয় গুরুত্বপূর্ণ একটি সেতু।

তবে হামলার আগেই বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় হতাহত কম হয়েছে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে