মেলা দেখে বাড়ি ফেরা হলো না মোটরসাইকেলের তিন আরোহীর

প্রকাশিত: মার্চ ১০, ২০২২; সময়: ১০:২৯ পূর্বাহ্ণ |
মেলা দেখে বাড়ি ফেরা হলো না মোটরসাইকেলের তিন আরোহীর

পদ্মাটাইমস ডেস্ক : বাগেরহাটের মোংলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে চদপাই পীর মেশের শাহ মাজারের মেলা দেখে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত তিনজন হলেন- জাকারিয়া, সাকিব ও বায়েজিত। তাদের একজন মোংলা পোর্ট পৌর শহরের এক ফার্নিচার ব্যবসাীর ছেলে, অপরজন ছোট ভাই ও অন্যজন ওই দোকানের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিকাশ চন্দ্র জানান, মোংলা উপজেলার পীর মেশের শাহ মাজারে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। সেই মেলা দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ লাখ লোকের সমাগম ঘটছে।

বুধবার সন্ধ্যায় মেলা দেখার জন্য মোংলা থেকে জাকারিয়া, সাকিব ও বায়েজিত নামের তিন বন্ধু মিলে মেশের শাহ মেলায় যায়। রাত সাড়ে ১২টার দিকে মেলা দেখে মোটরসাইকেল যোগে তিন বন্ধু মিলে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে চাদপাই স্কুলসংলগ্ন মৌখালী নতুন সংযোগ রাস্তা (মুচি বাড়ি সংলগ্ন) এলাকায় আসলে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় চালক জাকারিয়া ও দুজন আরোহী সাকিব ও বায়েজিতসহ তিনজনই ঘটনাস্থলে হাত-পা ও মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং মাথা ও নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে।

পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এরপর পুলিশ এসে হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

মোংলা থানার ওসি (তদন্ত) এসআই বিকাশ চন্দ্র আরও জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে না পেয়ে হাসপাতালে যাই সেখান থেকে মোটরসাইকেল চালকসহ তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে