আমিরাতের পদক্ষেপে কমছে তেলের দাম

প্রকাশিত: মার্চ ১০, ২০২২; সময়: ১:১৮ অপরাহ্ণ |
আমিরাতের পদক্ষেপে কমছে তেলের দাম

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দাম। এছাড়া রাশিয়ান তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনার মধ্যেই এই দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। তবে শেষমেশ সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপ নেওয়ার ঘোষণায় কমছে তেলের দাম।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াবে এমন ঘোষণার পরই দাম নিম্নমুখী হতে শুরু করেছে।

দেশটির এই ঘোষণার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১৩ শতাংশ বা ১৬ দশমিক ৮ টাকা কমে দাঁড়িয়েছে ১১১ দশমিক এক ডলারে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুয়েড অয়েলে দাম ১২ শতাংশ বা ১৫ ডলার কমে হয়েছে ১০৮ দশমিক সাত ডলার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য নেতারা পরিবারের ওপর দামের চাপ কমানোর চেষ্টা অঙ্গীকার করেছেন। তেলের উদপাদন বাড়ানোর জন্য মার্কিন কর্মকর্তারা তেল উদপাদনকারী দেশগুলোর সঙ্গে কথা বলছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে