আরএমপিতে করোনা ইনসিগনিয়া ব্যাজ প্রদান

প্রকাশিত: মার্চ ১২, ২০২২; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
আরএমপিতে করোনা ইনসিগনিয়া ব্যাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) অনুষ্ঠানিক ভাবে করোনা ইনসিগনিয়া ব্যাজ প্রদান করা হয়েছে। শনিবার সকালে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক মেট্রোপলিটন পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সরকার কর্তৃক অনুমোদিত ‘করোনা ইনসিগনিয়া’ (লোগো) ব্যাজ পরিয়ে দেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশ সদস্যরা লাশ দাফন থেকে শুরু করে চিকিৎসা, লকডাউন মানানো, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ সদস্যদের উজ্জীবিত এবং কর্মস্পৃহা বাড়াতে ইনসিগনিয়া পরিধানের অনুমতি প্রদান করেন।

গত ৩০ ডিসেম্বর ২০২১ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত করোনা ইনসিগনিয়া আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে