ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২; সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ |
ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

পদ্মাটাইমস ডেস্ক : ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বিগ্ন নয় কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়েছে। পিসিআর পরীক্ষায় এটি শনাক্ত হয়েছে। নতুন এ ধরনটি ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট (বি.এ১ এবং বি.এ২) দিয়ে তৈরি হয়েছে।

ভ্যারিয়েন্টটি বিশ্বের কাছে এখনও অপরিচিত বলেও এক বিবৃতি জানিয়েছে মন্ত্রণালয়। নতুন ধরনে আক্রান্তরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো মৃদু উপসর্গে ভুগছিলেন এবং তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই, বলেও এতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের মহামারি মোকাবিলা বিষয়ক প্রধান সালমান জারকা স্থানীয় আর্মি রেডিওকে বলেন, এই পর্যায়ে নতুন ধরনটি গুরুতর হতে পারে কি না সে বিষয়ে আমরা চিন্তিত নই।

৯২ লাখ জনসংখ্যার মধ্যপ্রাচ্যের দেশটির ৪০ লাখের বেশি মানুষ এরইমধ্যে করোনা টিকার তিন ডোজ নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে