দুঃসময়ে ইউক্রেনের নাগরিকদের পাশে দাঁড়াল রিয়াল

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২; সময়: ১:৫১ অপরাহ্ণ |
দুঃসময়ে ইউক্রেনের নাগরিকদের পাশে দাঁড়াল রিয়াল

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেন-রাশিয়ার মধ্যকার যুদ্ধের তিন সপ্তাহ হতে চলল। এখনো পুরো ইউক্রেন জুড়ে চলছে রুশদের আগ্রাসন। যুদ্ধের কবলে বিধ্বস্ত পুরো ইউক্রেন। নানারকম সংকটে ভুগছে দেশটির নাগরিকরা। এমন কঠিন দুঃসময়ে ইউক্রেনের নাগরিকদের পাশে দাঁড়াল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

ইউক্রেনে যুদ্ধের কারণে শরণার্থী হয়েছেন ইউক্রেনের হাজার হাজার নাগরিক। বাস্তুহারা নাগরিকদের জন্য ১০ লাখ ইউরো অনুদান স্প্যানিশ ক্লাব রিয়াল।

ইউক্রেনে চলা রাশিয়ার ক্রমাগত আগ্রাসনের সময়ে নানা দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রিয়াল মাদ্রিদের নাম। ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে রিয়াল জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন কর্তৃক গঠিত ‘ইউক্রেইনের পাশে সবাই’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের অনুদানের অর্থ রেড ক্রস এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাই কমিশনারের কাছে যাবে। এ ছাড়া গত ৫ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি যতদিন সাহায্য লাগবে হবে ততদিন চালিয়ে যাবে ক্লাবটি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে যুদ্ধবিরতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়া ও ইউক্রেন বারবার বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে