ইরাকে রকেট হামলা, নিরাপদে আছেন যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
ইরাকে রকেট হামলা, নিরাপদে আছেন যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা

পদ্মাটাইমস ডেস্ক : ইরাকের বালাদ বিমানঘাঁটির কাছাকাছি এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সরকার-অধিভুক্ত নিরাপত্তা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বালাদ বিমানঘাঁটির আশেপাশে চারটি রকেট ছুড়ে হামলা চালানো হয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলের সালাদিন প্রদেশে এ বিমানঘাঁটি অবস্থিত। যেখানে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের ঠিকাদাররা থাকেন।

এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

বালাদ বিমানঘাঁটি দেশটির বৃহত্তম সামরিক বিমানঘাঁটি হিসেবে বিবেচিত। সেখানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানের স্কোয়াড্রন রয়েছে। যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে সহায়তার জন্য সেখানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে