ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান-নাসরিন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ৩:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান-নাসরিন

পদ্মাটাইমস ডেস্ক : এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানের মিশ্র দলগত ইভেন্টে ভারতীয় আর্চারকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার। থাইল্যান্ডে অনুষ্ঠিত আসরে শনিবার দেশকে স্বর্ণ জয়ের এই সুখবর দেন তারা।

রোমান-নাসরিন জুটি ভারতীয় দুই আর্চার পার্থ শালুংকে ও রিধি পোরকে ৫-৩ সেটে হারিয়েছেন। চলতি আসরে দেশকে প্রথম স্বর্ণ এটি।

এর আগে ওই জুটি কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে স্বাগতিক থাইল্যান্ডকে হারায়। কাজাখস্তানের বিপক্ষে সেমিফাইনালে দু’জন দাপট দেখিয়ে ৬-০ সেটের জয় তুলে নেয়।

রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। আসরে রোমানের আর স্বর্ণ জয়ের সম্ভাবনা নেই। তবে স্বর্ণের ‘ত্রিমাল্য’পরার সুযোগ আছে নাসরিনের। শনিবার নাসরিন- দিয়া সিদ্দিকীর নারী রিকার্ভ দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। রয়েছে অল বাংলাদেশ ফাইনাল।

এই স্বর্ণ দিয়ে বিদেশের মাটিতে ক্রীড়াঙ্গনে বেশ ক’টা সাফল্যের খবর পেল বাংলাদেশ। নারী ক্রিকেট দল নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে শুক্রবার প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে