বড় রান করেও বড় হার ভারতের

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ৩:৩৯ অপরাহ্ণ |
খবর > খেলা
বড় রান করেও বড় হার ভারতের

পদ্মাটাইমস ডেস্ক : নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। তিন ফিফটিতে মিতালি রাজের দল ৭ উইকেটে ২৭৭ রান তোলে। তারপরও হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচ অবশ্য শেষ ওভারে গিয়েছিল।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরুতে দুই ওপেনার স্মৃতি মান্দানা (১০) ও শেফালি ভার্মাকে (১২) হারায়। এরপর ইয়াশতিকা ভাটিয়া ও মিতারি রাজ ১৩০ রানের জুটি গড়েন। তিনে নামা ইয়াশতিকা খেলেন ৫৯ রানের ইনিংস। মিতালি ৬৮ রানের ইনিংস খেলেন। হরমনপ্রীত কাউর ৪৭ বলে ৫৭ রান যোগ করেন।

জবাব দিতে নেমে দুই অজি ওপেনার ১২১ রানের জুটি গড়েন। অ্যালেসা হেলি ৬৫ বলে ৯ চারে ৭২ রানের ইনিংস খেলেন। এরপরই রাচায়েল হায়নেস ফিরে যান ৪৩ রান করে। পরে তিনে নামা অধিনায়ক মেঘ লেনিং ও এলিসি পেরে ১২৩ রানের জুটি গড়েন।

মেঘ লেনিং খেলেন ১০৭ বল ৯৭ রানের ইনিংস। ১৩টি চারের মার মারেন এই ব্যাটার। পেরি করেন ২৮ রান। বেথ মনি ২০ বলে ৩০ রান করে দলকে জয় এনে দেন। ভারতের পূজা বস্ত্রকার দুই উইকেট নেন। তিন উইকেট নেন অস্ট্রেলিয়ার ডারচি ব্রাউন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে