সিংড়ায় নকল সোনার মূর্তিসহ ২ জন আটক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ৫:২০ অপরাহ্ণ |
সিংড়ায় নকল সোনার মূর্তিসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় নকল সোনার মূর্তি কেনা-বেচার সময় আব্দুল কাইয়ুম (৩৫) ও শহিদুল ইসলাম (৩৪) নামে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার পিপলসন বাজার এলাকা নকল মূর্তি কেনা-বেচা ও টাকা লেনদেন করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

আটককৃত আব্দুল কাইয়ুম পিপলসন গ্রামের আবু বকর সরকারের ছেলে এবং শহিদুল ইসলাম একই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আটক আব্দুল কাইয়ুম পিপলসন বাজারের বিকাশ ব্যবসায়ী ও শহিদুল ইসলাম মুদি ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি কেনা-বেচা করে প্রতারণা করে আসছিল বলে র‌্যাব সূত্রে জানা যায়।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে আটককৃতদের সিংড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে