পোরশায় উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ৫:৫৫ অপরাহ্ণ |
পোরশায় উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : সারাদেশে এক কোটি উপকারভোগির মাঝে টিসিবি পণ্য বিক্রয়ের অংশ হিসাবে নওগাঁর পোরশায় এ কার্যক্রম অবহিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উপজেলা টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলায় ছয়টি ইউনিয়নে ১৩ হাজার ১৩৪জন তালিকাভুক্ত উপকারভোগীর কাছে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।

এতে প্রত্যেক উপকারভোগী দুই বার টাকার বিনিময়ে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সোয়াবিন তেল ও ২ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।

পণ্যগুলি প্রতিটি ইউনয়ন এলাকায় কয়েকটি কেন্দ্রে বিতরণ করা হবে বলে তিনি জানান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে