পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদের গাড়িতে বোমা হামলা

প্রকাশিত: মার্চ ২০, ২০২২; সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ |
পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদের গাড়িতে বোমা হামলা

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছ। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি।

হামলার প্রতিক্রিয়ায় দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সাংসদ সুরক্ষিত না হলে সাধারণ মানুষ নাগরিকরা কীভাবে সুরক্ষিত থাকবেন? পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানাব।

দুই সপ্তাহ আগে তাকে না জানিয়েই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এমনকি দলের রাজ্য নেতৃত্বও বেশ অস্বস্তিতে বলে সূত্রের খবর।

হামলার বিষয়ে বিজেপি সাংসদ বলেন, ‘সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। দলের নেতা-কর্মীরাও ছিলেন গাড়িতে। শিমুলতলা যখন ক্রস করছি তখনই বিকট আওয়াজ। ভাবলাম টায়ার ফাটল নাকি? পরে দেখি লোকজন বেরিয়ে আসছে। সকলে বলেন বোমা হামলা করা হয়েছে। আমি নিশ্চিত, গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছিল। গাড়ির গতি বেশি থাকার জন্য় লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আমার গাড়ির প্লেট খুলে গিয়েছে। বিরোধী বলতে রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কেউ মারবে বলে আমার মনে হয় না।’

এদিন কল্যাণীর একটি সিনেমা হলে ‌‌কাশ্মীর ফাইলস দেখতে যান বিজেপি সাংসদ। সঙ্গে ছিলেন দলের কর্মীরাও। সিনেমা দেখে ফেরার পথে হামলার মুখে পড়েন তিনি। তবে, গাড়ির গতি বেশি থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এ ঘটনার প্রতিবাদে রাতে রানাঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। শুধু সাংসদ নন, একুশের বিধানসভা ভোটে নদিয়ার শান্তিপুর থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে