তানজানিয়ায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২০, ২০২২; সময়: ১০:০২ পূর্বাহ্ণ |
তানজানিয়ায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : তানজানিয়ার পূর্বাঞ্চলের শহর মেলালা কিবাওনিতে বাস-লরি সংঘর্ষে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তানজানিয়ার পুলিশের অপারেশন ও প্রশিক্ষণ বিভাগের প্রধান লিবারেতাস সাবাস বার্তা সংস্থা এএফপিকে জানান, ঘটনাস্থলে ২২ জন নিহত হয়েছেন। পরে আহত অবস্থায় আরও একজন মারা গেছেন।

তানজানিয়ার পূর্বাঞ্চলের শহর মরোগোরোর পুলিশ প্রধান এএফপিকে বলেন, তানজানিয়ার সমুদ্র বন্দর দার এস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে মেলালা কিবাওনি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

মরোগোরোর পুলিশ প্রধান ফরতুনাস মুসলিম জানান, দার এস সালাম বন্দর থেকে একটি ট্রাক কঙ্গোর দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তানজানিয়ার পশ্চিমের শহর এম্বেয়া থেকে সমুদ্রশহর টাঙ্গার দিকে যাচ্ছিল।

এই ঘটনায় অন্তত ৩৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে দার এস সালামের মুহিমবিলি ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।

তানজানিয়ায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন। তিনি দেশবাসীকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

২০১৮ সালে সড়ক নিরাপত্তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ২৫৬ জনের প্রাণহানির তথ্য সরকারিভাবে নথিবদ্ধ করা হয়েছে। তবে নানা সূত্র থেকে জানা যায়, ওই বছর আফ্রিকার দেশটিতে ১৬ হাজারের বেশি মানুষ সড়কে প্রাণ হারিয়েছে।

গত সোমবার তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর টুন্ডুমায় কোচ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে