আয়রন ডোম বিক্রিতে কেন অনিচ্ছুক ইসরায়েল, প্রশ্ন জেলেনস্কির

প্রকাশিত: মার্চ ২১, ২০২২; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
আয়রন ডোম বিক্রিতে কেন অনিচ্ছুক ইসরায়েল, প্রশ্ন জেলেনস্কির

পদ্মাটাইমস ডেস্ক : আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেন কিয়েভকে বিক্রি করতে ইসরায়েল রাজি নয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট এ প্রশ্ন তোলেন। খবর মিডল ইস্ট আই-এর।

বক্তব্যে জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার আহ্বান জানান। এমন সময় তিনি এ আহ্বান জানান যখন ইউক্রেনের মারিওপোল শহর রক্ষায় রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছেন দেশটির সেনারা।

আয়রন ডোম বিক্রিতে ইসরায়েলের অনিচ্ছার কারণ জানতে চেয়ে জেলেনস্কি বলেন, সবাই জানে আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেরা। এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের জনগণকে সহায়তা করতে পারেন, ইউক্রেনীয়দের জীবন রক্ষা করতে পারেন, ইহুদিদের জীবন রক্ষা করতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে