রাবির মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

প্রকাশিত: মার্চ ২১, ২০২২; সময়: ৭:০২ অপরাহ্ণ |
রাবির মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাবি : চাকরি স্থায়ীকরণের দাবিতে লিফলেট বিতরণ ও মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাস্টাররোল কর্মচারী ঐক্যপরিষদ। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন তারা। লিফলেট বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কথা দিয়ে কথা না রাখেননি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিয়োগ স্থায়ী না করা ও জুলুম করার অভিযোগ করেন তিনি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিও জানান এ শ্রমিক নেতা।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে মাস্টাররোল কর্মচারীদের নামে বরাদ্দ নিয়ে এসে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অন্যদের নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে তারা এক যুগেরও বেশি সময় ধরে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দীর্ঘ সময় ধরে আমরা এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছি।

মাসুদুর রহমান বলেন, উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন সিন্ডিকেট কমিটির প্রথম মিটিংয়েই মাস্টাররোল কর্মচারীদের বিষয়টা উপস্থাপন করবেন। কিন্তু তিনি কথা রাখেননি। বরং মাস্টাররোল কর্মচারীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ের জন্য সরকার প্রতিটা প্রতিষ্ঠানে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। সেখানে রাবি প্রশাসন করোনার অজুহাতে মাস্টাররোল কর্মচারীদের বেতন কমিয়ে দিয়েছে।

দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে মাস্টাররোল কর্মাচারীদের বেতন স্থায়ীকরণ ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা সিন্ডিকেট কমিটির ক্ষমতাকে অপব্যবহার করে মাস্টাররোল কর্মচারীদের বিরুদ্ধে বাঁধা সৃষ্টি করে ইউজিসিতে পত্র প্রেরণ করেছেন। ঐ সকল কর্মচারীদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে