স্বর্ণের দাম ভরিতে আরও ১০৫০ টাকা কমল

প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ৯:২৫ পূর্বাহ্ণ |
স্বর্ণের দাম ভরিতে আরও ১০৫০ টাকা কমল

পদ্মাটাইমস ডেস্ক : মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমেছে। এতে মূল্যবান এই ধাতুটির দাম দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৯ টাকা ভরি।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। আগামীকাল মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে।

এর আগে গত ১৬ মার্চ প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। তখন ২২ ক্যারেটের বা সবচেয়ে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয় ৭৮ হাজার ১৪৯ টাকা।

বাজুস জানিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় দেশের বাজারেও সমন্বয় করা হয়েছে। তবে এবার রূপার দামে কোনো পরিবর্তন আনেনি সংগঠনটি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট এক ভরির দাম পড়বে ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন এক ভরি সোনার দাম ধরা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে