ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের ৪ জন গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ |
ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের ৪ জন গ্রেফতার

পদ্মাটাইমস ডেস্ক : ভুয়া এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের মূল হোতা গোলাম মোস্তফাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২১ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া কার্ড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান। তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিল। চক্রের মূল হোতা গোলাম মোস্তফা তার সহযোগীদের নিয়ে সব অবৈধ কর্মকাণ্ড চালাতো।

তিনি আরও জানান, চক্রের মূল হোতা গোলাম মোস্তফাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ভুয়া এনআইডি, ড্রাইভিং লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযান ও চক্রটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে