চারঘাটে পুলিশের অভিযানে ৩০ মণ ভেজাল গুড় জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
চারঘাটে পুলিশের অভিযানে ৩০ মণ ভেজাল গুড় জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :চারঘাটে পুলিশেল অভিযানে ৩০ মন ভেজাল গুড়সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ মার্চ রাত অনুমান ১১ টার দিকে ৩০ মণ ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসামগ্রীসহ মোঃ আলী হোসেন (৪০) কে গ্রেপ্তার করে। সোহেন উপজেলার গোপালপুর সরদারপাড়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা ‍পুলিশেল অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম।

তিনি জানান, চারঘাট থানা পুলিশের একটি টিম গত ২১ মার্চ সাড়ে ১০ টার দিকে ফরিদপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পুলিশ টিম জানতে পারে যে, চারঘাট থানাধীন ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোঃ আলী হোসেন (৪০), পিতা মৃত আবু বক্কার, সাং-গোপালপুর (সরদারপাড়া) তার নিজ বাড়ীতে চিনির সাথে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০ মন ভেজাল গুড় ও গুড় তৈরীর জিনিসপত্র উদ্ধার করে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে