রাজশাহীতে দুঘন্টা পর এলো টিসিবির ট্রাক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২; সময়: ১:৩৪ অপরাহ্ণ |
রাজশাহীতে দুঘন্টা পর এলো টিসিবির ট্রাক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে টিসিবি পণ্য বিক্রয় সময়মত ট্রাক না আসায় হয়রানির শিকার হচ্ছে সুবিধাভূগীরা। নগরীর ২৩ নং ওয়ার্ডে ঘুরে দেখা যায়, ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য নিতে দুই ঘন্টাব্যাপি লাইনে দাড়িয়ে সাধারণ মানুষ। বুধবার (২৩ মার্চ) সকাল ৯টায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু করার কথা থাকলেও গাড়ি আসে বেলা ১১ টায়।

জানা গেছে, সকাল থেকে লাইনে দাঁড়ালেও নির্ধারিত সময়ে পণ্য বিতরণ না করায় ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা। এছাড়াও কোথায় পণ্য বিতরণ করা হবে তা আগে না জানানোয় বিপাকে পড়তে হয়েছে তাদের। আর পরিবারের সদস্য সংখ্যার সঙ্গে মিল রেখে কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানান ক্রেতারা।

লাইনে দাঁড়িয়ে থাকা আতাউর জানান, গাড়ি আসতে দেরি করেছে এবং টিসিবি পণ্য নিতে এসে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখানে যদি সারাদিন কেটে যায় তাহলে আমরা কাজে যাব কখন আমাদের দিনটাই শেষ হয়ে গেল। এ বিষয়ে কাউন্সিলর মহাদয়ের সুদৃষ্টি কামনা করছি।

জেলায় সিটি কর্পারেশনের ৭ টি পয়েন্টসহ ২৭ টি পয়েন্টে টিসিবির এসব পন্য প্রদান করা হচ্ছে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রয় করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা, পিঁয়াজ ও খেজুর ফল যুক্ত করে বিক্রয় করা হবে।

রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ হাজার পরিবার এবং উপজেলা ও পৌরসভার এলাকায় ১ লাখ ৪৪ হাজার ১৪০ জনকে ভুর্তকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা এ সুবিধা ভোগ করবেন। তাদের সবার কাছে ইতিমধ্যে এসব কার্ড পৌঁছানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে