সিনেমা হলগুলোকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২; সময়: ১:০৯ অপরাহ্ণ |
সিনেমা হলগুলোকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : দেশের সিনেমা হলগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সমাজ গঠনে চলচ্চিত্রের বিরাট ভূমিকা আছে জানিয়ে চলচ্চিত্রের বিকাশে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান।

শুধু বিনোদন নয়, সমাজ সংস্কার ও দেশ গঠনে ভূমিকা রাখতে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পীদের জীবনমান উন্নয়নে শিল্প কল্যাণ তহবিলে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে যুগ্মভাবে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর আজীবন সম্মাননা দেওয়া হয়। আনোয়ারা বেগম অসুস্থ থাকায় তার পক্ষে মেয়ে মুক্তি পুরস্কার নেন।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ দেওয়া হচ্ছে। মোট ২৭টি বিভাগে ২৯ জনকে ৩০টি পুরস্কার দেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে