দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জাতীয় পার্টির মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২; সময়: ২:৪০ অপরাহ্ণ |
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাস, নির্মাণ সামগ্রীসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে  জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১ টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারন সম্পাদক তিতাস মোস্তফা, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহাফুজর রহমান, জয়পুরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন, কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, ক্ষেতলাল জাতীয় পার্টির উপজেলা সভাপতি মাহফুজার রহমান, জয়পুরহাট পৌর সভাপতি মনজুরুল ইসলাম, সাধারন সম্পাদক কবিরুল ইসলাম রানা, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি তনু মোস্তফা সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আ.লীগের নেতারা টিভির টকশোতে বসে মানুষের মাথা আয় বেড়েছে বলে। কিন্তু কৈ মানুষের মাথা পিছু আয় বাড়লো? আমাদের কষ্ট হয় আপনারা মিথ্যা কথা বলেন কেমনে? মাথা পিছু আয় আ.লীগ নেতাদেরই বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তা তো তারা দেখে না। খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, রাতের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছেন। তাদের ক্ষমতাতো চিরস্থায়ী নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। অথচ সরকারের সেদিকে কোনো নজর নেই। এ সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে। সেজন্য কঠোর আন্দোলনে নামবে জাতীয় পার্টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে