ইবির বায়োটেকনোলজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২; সময়: ৪:০২ অপরাহ্ণ |
ইবির বায়োটেকনোলজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিন্নাতুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুস সামাদ। এছাড়া বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে, বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে