পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন, প্রভাষক ইয়াছিন মিয়া, কবির হোসেন ছাত্রলীগ নেতা সিহাদ হোসেন ও মুক্তার হোসেন প্রমুখ।

পরে ভয়াল কালরাত্রির গণহত্যার শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে