কালরাত স্মরণে রাজশাহী জেলা আওয়ামী লীগের মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২; সময়: ৯:৩৮ অপরাহ্ণ |
কালরাত স্মরণে রাজশাহী জেলা আওয়ামী লীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। দিবসটিতে শহীদদের স্মরণে শুক্রবার সন্ধ্যায় নগরীর অলোকার মোড়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। পবা মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিন, জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ এস. এম. একরামুল হক, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, এ্যাড আব্দুস সামাদ মোল্লা, আলফোর রহমান, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে গণহত্যা দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল বাদ জুম্মা ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এদিকে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের নানান কর্মসূচি রয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০.০০টা ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বাদ যোহর ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচঃ রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী। সন্ধ্যা ৭টায় লালন শাহ পার্ক মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে