বর্ণাঢ্য আয়োজনে আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ২:০৬ অপরাহ্ণ |
বর্ণাঢ্য আয়োজনে আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শনিবার সকাল ৬ টার দিকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ৮ টার দিকে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক আক্কাস আলী,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে