গুরুদাসপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ২:১৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় জাতীয় জাতীয় পতাকা উত্তোন করেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।

পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও কুচকওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন অনুঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি,সহকারী কমিশনার(ভুমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী সকল কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শেণি পেশার হাজারো মানুষ।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বিকালে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং সন্ধা ৬টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে