তাড়াশে রাজাকার মোড়ের নামকরণ হল বীর মুক্তিযোদ্ধা মোড়

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ২:৩৯ অপরাহ্ণ |
তাড়াশে রাজাকার মোড়ের নামকরণ হল বীর মুক্তিযোদ্ধা মোড়

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে রাজাকার মোড়ের মুক্তিযোদ্ধা মোড় নাম দেওয়া হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ নাম ফলকটির উদ্বোধন করেন।

তাড়াশ পৌরসভার উদ্যোগে এ নাম ফলক করা হয়েছে। এদিকে রাজাকার মোড়ের মুক্তিযোদ্ধা মোড় নাম দেওয়ার ফলে উপজেলা প্রশাসনকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

উপজেলার নাগরিক আন্দোলনের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। একাত্তরের এই দিনে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নেমেছিলেন লাখ বাঙালি। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল স্বাধীনতা। এই দিনে রাজাকার মোড়ের মুক্তিযোদ্ধা মোড় নাম দেওয়া হল। সেজন্য আমি স্থানীয় নাগরিকদের পক্ষে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম বলেন, জনসাধারণ ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রাজাকার মোড় নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিলো। মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়। এরপর রাজাকার মোড়ের বীর মুক্তিযোদ্ধা নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেজবাউল করিম এ প্রতিবেদককে বলেন, বীর মুক্তিযোদ্ধা মোড় নামকরণের মধ্যে দিয়ে মানুষের মুখ থেকে রাজাকার মোড়ের কথা নিপাত গেল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে