রুশ হামলায় ইউক্রেনে ১৩৬ শিশু নিহত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ১১:০৯ অপরাহ্ণ |
রুশ হামলায় ইউক্রেনে ১৩৬ শিশু নিহত

পদ্মাটাইমস ডেস্ক : রুশ হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত ১৩৬ জন শিশু মারা গেছে। শনিবার (২৬ মার্চ) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো ইউক্রেন যুদ্ধে হতাহত সেনাদের পরিসংখ্যান জানিয়েছে রাশিয়া। দেশটি জানায়, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন হাজার ৮২৫ সেনা সদস্য। বার্তা সংস্থা রয়টার্স ও ইন্টারফ্যাক্স এসব তথ্য নিশ্চিত করেছে।

শিশুদের মধ্যে রাজধানী কিয়েভেই মারা গেছে ৬৪ জন। দানেস্কে মারা গেছে আরও ৫০ শিশু। এ ছাড়া ১৯৯ শিশু আহত হয়েছে দেশটির বিভিন্ন অংশে।

এর আগে মার্চ মাসের প্রথমে সেনা মৃত্যুর পরিসংখ্যান দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তখন তারা জানায়, ইউক্রেনে বিশেষ অভিযানে তাদের ৪৯৮ সেনা নিহত হন, আহত হন ১ হাজার ৫০০ জন।

এদিকে ইউক্রেন দাবি, এখন পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার ৮০০ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানায়।

এ ছাড়া ন্যাটো দাবি করে, এক মাসের যুদ্ধে রাশিয়ার সাত থেকে ১৫ হাজার সেনা মারা গেছেন। সামরিক খাতে ব্যায়েও রাশিয়া অনেক এগিয়ে রয়েছে। দেশটি প্রতিবছর সামরিক খাতে ১৫ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করে, সেখানে ইউক্রেন মাত্র ১ হাজার ১৮৭ কোটি ডলার ব্যয় করে।

এদিকে রুশ সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে প্রতিদিনই ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশ পোল্যান্ড ও রোমানিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে