১৪ দিন পর সচল দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ১১:০৬ পূর্বাহ্ণ |
১৪ দিন পর সচল দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি

পদ্মাটাইমস ডেস্ক : দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৪ দিন বন্ধ থাকার পর পাথর উত্তোলন শুরু হয়েছে।

রোববার থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পাথর উত্তোলন শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে গত ১২ মার্চ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

সে সময় এমজিএমসিএল জানায়, কোভিড-১৯ পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য আমদানি করা সম্ভাব হয়নি। এতে দুই সপ্তাহ সময় লাগবে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ মার্চ) এমজিএমসিএল বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে এবং রোববার থেকে ফের খনির ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে জিটিসি।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান এসব বিষয় নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে