আদালতে শুটার মাসুম, ১৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ১:৩৫ অপরাহ্ণ |
আদালতে শুটার মাসুম, ১৫ দিনের রিমান্ড আবেদন

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর শাজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিতে হত্যার ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ আকাশকে আদালতে তোলা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরের দিকে ডিবি পুলিশের গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

হত্যাকাণ্ডের ব্যাপারে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণ পর রিমান্ড শুনানি শুরু হবে।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শাজাহানপুর এলাকায় গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি।

জোড়া খুনের ঘটনার পর থেকেই পুলিশ শুটার মাসুমকে ধরতে দেশব্যাপী অভিযান শুরু করে। একপর্যায়ে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে আনা হয় ঢাকায়।

হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য পেতে আজ আদালতে হাজির করা হয়। দুপুরের দিকে আদালতে নেওয়ার পর তাকে গারদখানায় রাখা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালতের দ্বিতীয় সেশনে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে