গোদাগাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)রাজশাহীর গোদাগাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠানঅনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের আয়োজনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমূখ।

বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ রাফিজা তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী মোসাঃ হালিমা খাতুন ও অহেদুন জান্নাত।

উল্লেখ্য যে, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন “তথ্য আপা” তথ্য কেন্দ্রের মাধ্যমে চাকরির খবর, পরীক্ষার ফলাফল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন সহ সরকারের সমাজিক নিরাপত্তা কর্মসুচি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ গ্রামীণ নর-নারীদের সার্বিক সহযোগিতা দিচ্ছি তথ্য আপা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে