বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফের জামিনের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ৪:০৬ অপরাহ্ণ |
বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফের জামিনের দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে একটি ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর থেকে তিনি জেল হাজতে রয়েছেন। সোমবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের জামিন চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির ওই মামলায় ইতোপূর্বে কয়েকবার জামিন চাওয়া হলে মহামান্য আদালত তা নামুঞ্জুর করে। এক মাসের অধিক সময় ধরে তিনি জেল হাজতে রয়েছেন।

উল্লেখ্য, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা বিগোপাড়া এলাকার ইটভাটার মালিক জনৈক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর আদালতে গত ১৬ ফেব্রুয়ারি ২০২১ সালে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। যার মামলা নং ৭৬২১। ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন হলেও জামিন না পাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

আলতাফ হোসেন মন্ডলের পরিবারের পক্ষ থেকে মহামান্য আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারনে জামিন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। আলতাফ হোসেন মন্ডল দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতায় ভুগছেন। কয়েকদিন পরই পবিত্র মাহে রমজান সে লক্ষ্যে আলতাফ হোসেন মন্ডলকে ওই মামলা থেকে জামিন দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকতা ফারুক সুফিয়ানের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক আকবর আলী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক কোষাধ্যক্ষ শামীম রেজা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে