শিবগঞ্জে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
শিবগঞ্জে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৫০ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে ৫টি ট্রেডে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান শিউলি বেগম। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প হাতে নিয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে নারীরা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে ৪০ দিনের আরও একটি ট্রেডে অংশগ্রহণ করবে এসব প্রশিক্ষণার্থী। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক কর্মকর্তা রুবেল আলী, রফিকুল ইসলাম, আফিয়া বেগম ও প্রভাতিসহ অন্যরা। শেষে প্রত্যেক নারীকে ১২ হাজার চেক দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে