ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবী ইবি শিক্ষার্থীদের

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবী ইবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সর্বক্ষেত্রে মেয়েদের ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা, ‘কান দেখানো ছবি নয়; বায়োমেট্রিকে সব হয়’ ‘কান দেখিতে চাহিয়া লজ্জা দিবেন না’ ‘বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র কেন নয়?’ ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন করে বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মুখ, কান খোলা ছবির পরিবর্তে সরকার অনুমোদিত আধুনিক বায়োমেট্রিক পদ্ধতি যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডজিওমেট্রি, আইরিশ রিকগনিশন ব্যবহারের দাবী জানিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহনকারী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরাবি আখি বলেন, যেসব মেয়েরা পর্দা করেন তাদের সনাক্তকরণে মুখ খোলা ছবি ব্যবহার এবং মুখ দেখাতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির বদলে বায়োমেট্রিক পদ্ধতি (যেমন ফিঙ্গারপ্রিন্ট) ব্যবহার করাই আধুনিক এবং নিরাপদ পদ্ধতি । পর্দা করা মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে