রাজশাহীতে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২; সময়: ১০:৫২ অপরাহ্ণ |
রাজশাহীতে ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে রাজশাহীতে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী। গত কয়েকদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ। এ কারণে অনেকে বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ১০ নম্বর শিশু ওয়ার্ডে ডায়েরিয়া আক্রান্ত রোগীর চাপে নতুন রোগীকে জায়গা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। ওই ওয়ার্ডে বুধবার বিকাল পর্যন্ত ১৩৬ জন রোগী ভর্তি ছিলেন। যাদের মধ্যে অন্তত অর্ধেক রোগী ডায়েরিয়া আক্রান্ত। এদের বয়স ৩ থেকে ৮ বছরের মধ্যে। একদিনেই রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন মোট ৩৯জন। এর মধ্যে ১৪ জনই ডায়েরিয়া আক্রান্ত।

এক রোগীর রোগীর স্বজন নাজমুল হুদা বলেন, ‘শিশু ওয়ার্ডে এতো বেশি রোগী যে পা ফেলানো জায়গা নাই। এর মধ্যে অনেকেই ডায়েরিয়া আক্রান্ত। বেশিসংখ্যাক রোগীর কারেণ চিকিৎসাও তেমন ভালো হচ্ছে না। নার্সরা তেমন গুরুত্ব দিচ্ছে না।’

হাসপাতালের মেডিসিন ওয়ার্ড-১৪ নম্বরেও ডায়েরিয়া আক্রান্ত রোগীদের চাপ লক্ষ্য করা গেছে। ওই ওযার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন সামিয়া ইসলাম বলেন, ‘গত সোমবার থেকে রোগী নিয়ে আছি। হঠাৎ পাতলা পায়খানার কারণে হাসপাতালে নিয়ে এসেছি। ডায়েরিয়া আক্রান্ত তাই হাসাপাতালের সিট দেয়নি। মেঝেতে চকিৎসা নিতে হচ্ছে। ওয়ার্ডের বাইরে ফ্যানও নাই। গরমে খুব কষ্ট হচ্ছে।’

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাহাবুব রহমান বাদশা বলেন, হঠাৎ গরম ও আবহাওয়ার পরিবর্তন জনিত কারনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়ায় শিশু ও বয়স্করা বেশী আক্রান্ত হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে