এবার সেরা হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
এবার সেরা হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল

নিজস্ব প্রতিবেদক : ‘‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’’ অর্জন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় এই প্রথম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এমন বিরল গৌরব অর্জন করলো।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন। ঢাকার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশসেরা তিনটি হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী বলেন, ‘ইতোপূর্বে রামেক হাসপাতাল সেরা তালিকায় স্থান পায়নি। এবারই প্রথম সেরা তিনে স্থান পেয়েছে। এই গৌরব বা অর্জন হাসপাতালের প্রতিটি গৌরবান্বিত সদস্যের।

তিনি আরও বলেন, জনগণ যাতে হাসপাতালে কাঙিক্ষত সেবা পায় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। হাসপাতালে রোগীর বাড়তি চাপ হয়। এজন্য হাসপাতাল সম্প্রসারণ অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা চালিয়ে যাব দেশ সেরার গৌরব অর্জনের ধারা ধরে রাখতে। এজন্য দক্ষ জনবল প্রয়োজন।

এছাড়া ছোট-খাটো কিছু সমস্যার সমাধান হলে রামেক হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পাবে। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়গুলোর সমাধান করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে